প্রকাশিত: Thu, Dec 8, 2022 5:19 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:32 AM

যে কোনো মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত নিতে পারে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

আয়াছ রনি : যে কোনো মুহূর্তেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। এ জন্য তারা কয়েকশ লোককে ভেরিফাইও করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের  মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদেরকে নিয়ে যেতে রাজি নয়। এরই মধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে, তাদের যে কোনো মুহূর্তে সে দেশে নিয়ে যেতে পারে।

মন্ত্রী আরও বলেন, যারা ২০১৬ সালের আগে এসেছিল তাদের সংখ্যা ৩৩ হাজার। তাদের মিয়ানমার না নিয়ে গেলে যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলো রোহিঙ্গা নিয়ে যাচ্ছে, তাদেরকে পুরোনো রোহিঙ্গাদের নিয়ে যেতে সুপারিশ করা হবে। 

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে পুনর্বাসনের উদ্দেশে প্রথম ধাপে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা তারা।সম্পাদনা: খালিদ আহমেদ